তৃণমূল নেতা-কর্মীকে সংগঠিত করার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণকে বাইরে রেখে কোনো সিদ্ধান্ত নিলে অরাজক পরিস্থিতি তৈরি হবে, যেটি কাঙ্ক্ষিত নয়। বিএনপি মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস।’
তারেক রহমান বলেন, ‘জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে এখনও ষড়যন্ত্র হচ্ছে।’ এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘ভিন্ন দলের ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। তবে জনগণই বাছাই করবে আগামীতে দেশকে কারা নেতৃত্ব দেবে। এ সময় গণতন্ত্রের রেললাইনে না যাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।’
সমাপনী বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কোনো অপশক্তি গণতন্ত্রের পথে যেন বাধা না হয় সেজন্য সবাইকে একজোট থাকতে হবে। ইতিহাসের চরম সন্ধিক্ষণে এই সম্মেলন।’
তিনি বলেন, ‘দীর্ঘ লড়াই সংগ্রামের পর ফ্যাসিবাদের পতন হয়েছে। সুযোগ সৃষ্টি হয়েছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের। তবে যারা দেশকে বারবার অস্থিতিশীল করতে চেয়েছে, সেই চক্রান্তকারীরা গণতন্ত্রকে হত্যার চক্রান্ত করছে।’
ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে যাওয়ার পথে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করলে দেশের মানুষের উপকার হবে না।’
সম্মেলনে জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে মির্জা ফয়সল আমীন সভাপতি এবং পয়গাম আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড.বদিউজ্জান চৌধুরী বাদল নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভার আট শ আটজন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে। ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় যে প্রতিষ্ঠান গুলো ধ্বংস হয়েছে সেগুলো শক্তিশালী করা হবে।’ এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।
সকাল নিউজ/এসএফ