২৬ বছরের ফিল্ম ক্যারিয়ার বাংলাদেশি চলচ্চিত্রের কিংখান খ্যাত সুপারস্টার শাকিব খানের। এর মধ্যে প্রায় দুই দশক ধরে তিনি বাংলা সিনেমার সাম্রাজ্য শাসন করছেন। লম্বা সময় কাটালেও এ পথচলা একদমই সহজ ছিল না।
তাই ফেসবুকের ‘দেন অ্যান্ড নাউ’ ট্রেন্ড থেকে নিজের ইনস্টাগ্রামে ১১ বছর আগে পোস্ট করা ‘লাভ আজকাল’ সিনেমার লুক এবং সাম্প্রতিক একটি লুক শেয়ার করেছেন তারকা অভিনেতা শাকিব খান। সেই সঙ্গে নিজের ক্যারিয়ার গ্রাফ তুলে ধরে স্মৃতিচারণও করেছন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুটি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, গত ১১ বছরে শেখা, উত্থান-পতন, প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।
শাকিব খান বলেন, হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি। করোনা-পরবর্তী নতুন এক শাকিব খানকে পেয়েছেন দর্শক।
শাকিব লেখেন, তার এ পথচলা নির্ভুল ছিল না। কিন্তু তিনি যে কাজগুলো করেছেন, এর প্রতিটা পদক্ষেপ ছিল মূল্যবান। শাকিব খান বলেন, এই পথচলয় আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনো চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।
কেউ কেউ বলছেন, শাকিব খান ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্স সব শ্রেণীর দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। পরবর্তীতে তার ‘প্রিয়তমা’, ‘তুফান’, ‘বরবাদ’ সিনেমাগুলো ব্যাক টু ব্যাক ‘ওভারসিস’ মার্কেটেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করে।
সকাল নিউজ/এসএফ