টিভি মিডিয়া কিংবা চলচ্চিত্র, উভয় মাধ্যমেই সমান জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। অনবদ্য অভিনয়ের পাশাপাশি গীতিকবি হিসেবেও দর্শকমহলে আলাদা খ্যাতি ও পরিচিতি রয়েছে তার।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে পাশা চরিত্রে অভিনয় করে সম্প্রতি তরুণ প্রজন্মের কাছে একটু বেশিই পরিচিতি লাভ করেছেন।
সবক্ষেত্রে পাকা নম্বার পেলেও তার ব্যক্তিজীবন নিয়ে দর্শক ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তিনি কেন বিয়ে করছেন না। অবশেষে এ বিষয়ে গণমাধ্যমে নিজেই জানিয়েছেন মারজুক।
বিয়ে প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘জীবনে নারী সঙ্গীর প্রয়োজন নেই। ওইটা অটো থাকে। অটো ন্যাচার থাকে। আপনি একটি গাছকে কী বলবেন, গাছ তোমার নারী বা পুরুষসঙ্গী কে? কেননা, নারী ছাড়া জন্মাতে পারব না আমি। পুরুষও জন্মাতে পারবে না।’
মারজুক রাসেল বলেন, ‘দাম্পত্য আর সংসারজীবন এক নয়। একলাও সংসার করা যায়। কাজকর্মে দূরে একলা থাকলেও সংসারবিবাগী নই আমি। নানু, মা, বোন ও ভাইদের নিয়ে আমাদের সংসার। ১৯৯৬ সালেই প্রথম দাম্পত্যে জড়াতে চেষ্টা করেছি, ম্যাচ হয়নি।’
তিনি বলেন, ‘আসলে আমার কারও সঙ্গে টিউন হয়নি। এ কারণে বিয়ে করা হয়ে উঠেনি। প্রেমিকা ছিল, নাম জেরিন, যাকে নিয়ে সিনেমা-নাটক ও বিজ্ঞাপনও হয়েছে। এখন ফোন দেই না তাকে। তবে এখনো আছে, পৃথিবীতে থাকে। তার খোঁজ-খবর রাখছি, কিছুদিন আগে তার বাবা মারা গেছেন। সে ভালো থাকুক।’
এছাড়া জেরিনের সঙ্গে প্রেমের ব্যাপারে মারজুকআরও বলেন, ‘একটু আগেও যা বলে এলাম, ওসব আমার ব্যক্তিজীবনের বাইরের বিষয় নয়। যাই হোক, ওইটা একতরফা ছিল, আমার তরফে, ওয়ান সাইডেড। কিশোরবেলায় প্রকৃতি আমারে দিয়া ওই পাগলামি করাইয়া নিছিল।’
সকাল নিউজ/এসএফ