সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে চকবাজারের একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশজুড়ে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবারের (২ সেপ্টেম্বর) এসব অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দের পাশাপাশি বিভিন্ন আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকার চকবাজার এলাকায় চারটি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে। এতে দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
অন্যদিকে, বান্দরবান জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী পরিচালিত অভিযানে একটি মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। কয়েকজন চালককে সতর্কতামূলক নির্দেশও দেয়া হয়।
এছাড়া ঢাকার নিকুঞ্জ এলাকায় অতিরিক্ত ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে একটি মোবাইল কোর্ট পাঁচটি মামলার মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকাল নিউজ/এসএফ