লালমনিরহাট জেলার পাটগ্রামে সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের নৈশপ্রহরী মাইদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ কর্তৃপক্ষ আয়োজিত এ মানববন্ধনে কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরাসহ শিক্ষার্থীরা অংশ নেন। পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক ও কলেজের প্রধান ফটকের সামনে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন।
এতে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান, পাটগ্রাম আদর্শ কলেজের অধ্যাপক ও জামায়াতের সাবেক জেলা আমির আতাউর রহমান, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান এমরান আহম্মেদ, বাংলা বিভাগের প্রধান তহিজার রহমান, কলেজের অফিস সহায়ক জিকরুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসানুজ্জামান অন্তর এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
এরআগে গত সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কলেজে বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নৈশপ্রহরী মাইদুল ইসলাম ও অফিস সহায়ক সুজন আলীর সাথে বাক-বিতণ্ডা হয়।
এ ঘটনার জের ধরে ওইদিন রাতে কলেজে দায়িত্বরত নৈশপ্রহরী মাইদুলের উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে দূর্বৃত্তরা। স্থানীয়রা আহত অবস্থায় মাইদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ সময় জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে প্রেরণ করেন। হামলার ঘটনায় ওইদিন রাতে কলেজের অফিস সহায়ক আশরাফ আলী বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি (অফিসার ইনচার্জ) মিজানুর রহমান বলেন, ‘সরকারি কলেজের নৈশপ্রহরীর উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।’ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
সকাল নিউজ/এসএফ