‘ডাকসু নির্বাচন চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এই বিষয়ে কোনো রাখঢাক নেই’ বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন নিশ্চিত করতে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে।’
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ডাকসু নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘অভ্যন্তরীণ, বহিস্থ এবং বহুমুখী বাধা-বিপত্তি আসবেই এবং আসছে। এই যে মামলা-মোকদ্দমা হচ্ছে, এগুলোও বাধা-বিপত্তির অংশ। আমরা অংশীজনদের নিয়ে এসব বাধা মোকাবেলা করেছি।’
তিনি বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়ে পরিস্থিতি ভালো আছে। কারণ ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদের সাড়া আছে।’
তিনি আরো বলেন, ‘৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই। তবে আগামীকাল এ রিটের শুনানি আছে। আমাদের ১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়েছে। তারা প্রয়োজনমতো বিশ্ববিদ্যালয়কে আইনি সহায়তা দেন।’
এই মুহূর্তে ঐক্য ধরে রাখা একান্ত দরকার জানিয়ে ড. নিয়াজ আহমদ খান আরো বলেন, ‘ছাত্রদের দাবির জন্যই সাহস করে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে অংশীজনদের সাথে নিয়ে মাঠে নেমেছি। তাই বলব পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে।’
রদের উদ্দেশে তিনি বলেন, ‘ধৈর্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে যাবতীয় ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের সামনে এগোতে হবে। তাই ধৈর্য ধরে অবান্তর কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে এবং সর্বাবস্থায় তথ্য উন্মুক্ত করে দিতে হবে।
সকাল নিউজ/এসএফ