নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো লাল-সবুজের দল। সিরিজের প্রথম ম্যাচটি ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচটি জিতল আরও বড় ব্যবধানে- ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে।
১৪তম ওভারে প্রথম বলে কাইল ক্লাইনকে চার রে দলকে জয় এনে দেন ছক্কা রেকর্ড গড়া ওপেনার তানজিদ হাসান। বলা যায়, এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোর প্রস্তুতিতে দারুণভাবে সফল বাংলাদেশ।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠানো হয় সফরকারীদের। শুরু থেকেই চাপে পড়ে ডাচ ব্যাটাররা। পাওয়ার প্লেতে মাত্র ৪০ রান তুলতেই হারায় ৩ উইকেট।
নাসুম আহমেদের ঘূর্ণি ও তাসকিন আহমেদের গতি আর মোস্তাফিজুর রহমানের কাটারে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। বিক্রমজিৎ (২৪), শারিজ আহমেদ (১২) ও আরিয়ান দত্ত (৩০) ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেননি আর কেউই। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ডাচরা।
বাংলাদেশের পক্ষে নাসুম নেন ৩টি উইকেট, তাসকিন ও মোস্তাফিজ ২টি করে। মেহেদি হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব শিকার করেন একটি করে উইকেট।
মাত্র ১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪০ রান। ইমন ২১ বলে ২৩ রান করে কাইল ক্লেইনের বলে ক্যাচ তুলে দেন এডওয়ার্ডসের হাতে।
এরপর অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। ব্যক্তিগত ৩৯ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ১৪তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি মেরে দলকে জেতান বাঁহাতি এই ওপেনার।
তামিম ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন, লিটন অপরাজিত ১৮ বলে ১৮ রানে। বাংলাদেশ ম্যাচটি জেতে ৪১ বল হাতে রেখে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডসকে হারিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতলেন লিটনরা।
সকাল নিউজ/এসএফ