সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি–টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাসদের জয় এসেছে মাত্র ১৩.৩ ওভারে, ৮ উইকেট হাতে রেখেই।
বাংলাদেশের বোলিং আক্রমণে শুরুতেই চাপে পড়ে ডাচরা। তাসকিন আহমেদ ৪ উইকেট শিকার করেন দুর্দান্ত বোলিংয়ে, সঙ্গী হন সাইফ হাসান (২/১৮)। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে ব্যাট–বল দুই দিকেই উজ্জ্বল সাইফ, যা দলের জন্য বাড়তি প্রাপ্তি। নেদারল্যান্ডস পুরো ২০ ওভার খেললেও তুলতে পারে মাত্র ১৩৬ রান (৮ উইকেটে)।
জবাবে ইনিংসের প্রথম ওভারেই ছক্কা–চারে ঝড় তোলেন পারভেজ হোসেন, যদিও বড় ইনিংস খেলতে পারেননি। তবে অধিনায়ক লিটন দাস দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন ৫৪ রানে। তাঁকে যোগ্য সঙ্গ দেন সাইফ হাসান- ১৯ বলে অপরাজিত তার ৩৬ রান।
বাংলাদেশ ১৩.৩ ওভারেই লক্ষ্য পূরণ করে নেয়। বোলিংয়ে দাপটের সঙ্গে ব্যাটিংয়েও এমন ঝড়ো জয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ তে এগিয়ে গেল লাল–সবুজরা। ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর-
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৬/৮ (নিদামানুরু ২৬, ও’ডাউড ২৩; তাসকিন ৪/২৮, সাইফ ২/১৮)।
বাংলাদেশ: ১৩.৩ ওভারে ১৩৮/২ (লিটন ৫৪*, সাইফ ৩৬*, তানজিদ ২৯)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
সিরিজ: বাংলাদেশ ১–০ তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ।
সকাল নিউজ/এসএফ