ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার।
এ অভিযোগকে রীতিমতো ‘গাঁজাখুরি গল্প’ বলে আখ্যায়িত করেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এই মাত্র ইউনিভার্সিটি থেকে আসলাম, এটা যদি আমি বলতে পারতাম খুব ভালো লাগত।’
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আবু বাকের মজুমদার এ অভিযোগ করেন। কিন্তু মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশেও জাননি বলে জানিয়েছেন মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘কেউ অভিযোগ তুললে আমি কী করতে পারি? দেশটাতে যে কী শুরু হয়েছে। গাঁজাখুরি গল্প। আমি আমার তেজগাঁওয়ের অফিসে ছিলাম। এখন তেজগাঁও থেকে গুলশানে চেয়ারপারসনের অফিসে যাচ্ছি স্থায়ী কমিটির মিটিংয়ে।’
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই বিভিন্ন প্রার্থী নির্বাচনে নানা অভিযোগ নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হন।
সকাল নিউজ/এসএফ