ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া রংপুরের শতবর্ষী শ্যামাসুন্দরী খালের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার দুপুরে নগরীর চেকপোস্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, বিএনপি নেতা হানিফুর রহমান সুজা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে সামসুজ্জামান সামু বলেন, ‘রংপুর নগরের প্রাণ শ্যামাসুন্দরী খাল ভাগাড়ে পরিণত হয়েছে। যার ফলে নগরে মশার উপদ্রব বেড়ে চলেছে।’ বিএনপি’র এ পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে শতবর্ষী শ্যামাসুন্দরী খাল প্রাণ ফিরে পাবে এবং নগরবাসী এর সুফল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৭ জন শ্রমিক চেকপোস্ট এলাকা থেকে শ্যামাসুন্দরী খালের বর্জ্য অপসারণ, ভ্যান ও ট্রাকে করে তা সিটি কর্পোরেশনের ডাম্পিং পয়েন্টে পরিবহন করছে।
সকাল নিউজ/এসএফ


