ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া রংপুরের শতবর্ষী শ্যামাসুন্দরী খালের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার দুপুরে নগরীর চেকপোস্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, বিএনপি নেতা হানিফুর রহমান সুজা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে সামসুজ্জামান সামু বলেন, ‘রংপুর নগরের প্রাণ শ্যামাসুন্দরী খাল ভাগাড়ে পরিণত হয়েছে। যার ফলে নগরে মশার উপদ্রব বেড়ে চলেছে।’ বিএনপি’র এ পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে শতবর্ষী শ্যামাসুন্দরী খাল প্রাণ ফিরে পাবে এবং নগরবাসী এর সুফল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৭ জন শ্রমিক চেকপোস্ট এলাকা থেকে শ্যামাসুন্দরী খালের বর্জ্য অপসারণ, ভ্যান ও ট্রাকে করে তা সিটি কর্পোরেশনের ডাম্পিং পয়েন্টে পরিবহন করছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2025 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version