ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন ভূমিকম্প ‘আগে কখনো দেখেনি’ রাজধানীবাসী
ফারজানা সুলতানা বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাইকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল৷

