ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার নন্দিত মডেল-অভিনেত্রী তানজিন তিশা। এরেই মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় এই গ্ল্যামারাস অভিনেত্রীর।
শাকিব অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’ এ নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিশা। এতদিন ধরেই গুঞ্জন চলছিল- তানজিন তিশা সিনেমায় আসছেন। অবশেষে সেটি বাস্তব হলো ‘সোলজার’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ।
‘সোলজার’ সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সাকিব ফাহাদ গণমাধ্যমকে জানিয়েছেন, তিশা এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন। আগামীকাল শনিবার ১১ অক্টোবর থেকে শাকিব খানের বিপরীতে অভিনেত্রী তিশা শুটিংয়ে অংশ নিবেন।
দেশপ্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সোলজার’। পরিচালক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে দুই ঈদ ছাড়া সিনেমাটি মুক্তি পেতে পারে।
সিনেমাটিতে শাকিব খান ও তানজিন তিশা ছাড়াও অভিনয় করছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবং জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।
সকাল নিউজ/এসএফ


