লালনকন্যা খ্যাত সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শ্রদ্ধা নিবেদনে ময়মনসিংহে আয়োজন করা হয়েছে স্মরণানুষ্ঠান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নগরীর জয়নুল আবেদিন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘পরম্পরা’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন।

এসময় সারাদেশে মাজার ভাঙচুর, ফকির ও আত্মভোলা মানুষদের জোর করে চুল কেটে দেওয়ারও প্রতিবাদ জানান সংস্কৃতিকর্মীরা। পাশাপাশি জয়নুল আবেদিন উদ্যানের বড়ইতলায় সাদা কাপড় পেতে তাতে গান করেন তরুণ প্রজন্মের শিল্পীরা।

স্মরণসভা উপলক্ষে বরইগাছের মাঝে ফরিদা পারভীনের ছবি দিয়ে লাগানো হয়, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘গাছের ডালে ঝুলছে’, ‘মিলন হবে কত দিনে’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘সময় গেলে সাধন হবে না’সহ বিভিন্ন গানের লাইন।

গত কোরবানির ঈদের আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ ফকির হালিম উদ্দিন আকন্দকে ধরে জোর করে তার চুল, দাড়ি কেটে দেওয়া হয়। সেই ঘটনার ভিডিও সম্প্রতি ফেইসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ফরিদা পারভীন স্মরণানুষ্ঠানে এই ঘটনার প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক ও ‘পরম্পরা’ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কবি শামীম আশরাফের চুলও কাটা হয়। অনুষ্ঠানের একটি ব্যানারে লেখা ছিল, ‘আল্লাহ তুই দেহিস: মাজার ভাঙার সংস্কৃতিতে আঘাত, মানুষের ওপর অত্যাচারকারীদের ঘৃণা।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে কবি শামীম আশরাফ বলেন, আমরা দুয়েকদিন ধরে একটি ঘটনা দেখছি, তিনজন মানুষ একটা মানুষকে জোর করে ধরে তার লম্বা চুল কেটে দিচ্ছে। যখন চুল কেটেই দিচ্ছে, তখন লোকটি সর্বশেষ কথা বলে দিচ্ছেন, ‘হে আল্লাহ, তুই দেহিস’। এই যে ‘দেহিস’, এর ভেতর দিয়ে আমরা প্রতিবাদ জানাই। মাজার সংস্কৃতির ওপর যারা আঘাত করছে, শিল্প-সংস্কৃতির মানুষের ওপর যে অত্যাচার করা হচ্ছে, এর প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘লালনকন্যা ফরিদা পারভীনের মহাপ্রয়াণে দেশে কোনো আয়োজন আমরা দেখিনি। ফরিদা পারভীনকে স্মরণ করে আমরা ছোট একটি আয়োজনের চেষ্টা করেছি। সেখানে বাউল-ফকিরদের সংস্কৃতিতে আঘাতেরও আমরা প্রতিবাদ করেছি।’

গবেষক স্বপন ধর বলেন, ‘লালন মানবতাবাদ ছড়িয়ে গেছেন। মানুষ যদি জন্ম না নিত তাহলে পৃথিবীর সবটাই বিফলে যেত। আগে মানুষ জন্ম নিয়েছে, তারপর নানা মতভেদ হয়েছে। যতবার যত ধরনের সংকীর্ণ চিন্তাধারা এসেছে, সবকিছুকে জোয়ারের জলের মতো ভাসিয়ে নিয়ে গেছে মানবতাবাদ।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© ২০২৫ সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version