দীর্ঘদিন ধরেই মানসম্মত এবং গল্পনির্ভর নাটকে প্রণবন্ত অভিনয়ে অগণিত দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত নাটক খোয়াবনামাতেও তৌসিফের অভিনয় ছিল দেখার মতো।
একইভাবে অভিনেত্রী সাদিয়া আয়মানের সময়টা বেশ ভালোই যাচ্ছে এখন। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘উৎসব’-এ ‘জেসমিন’ চরিত্রটি বেশ আলোচনায় আসে; সেই আমেজে এখনও দর্শকদের ভালোবাসায় ভেসে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
এরই মধ্যে জনপ্রিয় এ দুই তারকা জুটি বেঁধে অভিনয় করেছেন ভিন্নধর্মী একটি ফিকশনে। আসছে ১৮ সেপ্টেম্বর দেশের একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে নাজিম-উদ-দৌলা’র গল্পে নির্মিত ‘অন্ধ বালক’ শিরোনামের ব্যতিক্রমী এই ফিকশন। তারই চিত্রনাট্য ও সংলাপে ফিকশনটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।
গল্পে- ভালোবাসায় মত্ত দুই তরুণ-তরুণী। কিন্তু হঠাৎ করেই তাদের ভালোবাসায় ফাটল ধরে। দুজনের মাঝে চলে আসে এক অন্ধ বালকের প্রসঙ্গ। তরুণীর বিশ্বাস এই ফাটলকে আরো গভীর করে তুলতে থাকে।
এতে অর্ক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আর দিনা চরিত্রে দেখা যাবে সাদিয়া আয়মানকে। এ বিষয়ে নির্মাতা বলেন, ‘এ গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের। এখানে ভাগ্য, ভবিষ্যৎ বাণীর মতো বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল রয়েছে। আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন।’
ভিকি জাহেদের পরিচালনায় একাধিক নাটকে কাজ করেছেন তৌসিফ মাহবুব। সব মিলিয়ে ‘অন্ধ বালক’কে দর্শকরা ভালোভাবেই নেবে বলে আশা করছেন এই অভিনেতা।
তৌসিফ-সাদিয়া ছাড়াও এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শিল্পী সরকার অপু প্রমুখ।
সকাল নিউজ/এসএফ