অভিনয় ক্যারিয়ারে খুব কম সময়ে দর্শক মন জয় করেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। একের পর এক হাসির নাটকে অভিনয় করলেও চেষ্টা করেছেন নতুন সব চরিত্র বেছে নিতে।
তবে ছোট পর্দায় এবার নতুনভাবে নিজেকে তুলে ধরতে যাচ্ছে জনপ্রিয় এই তারকা। যেখানে থাকছে মায়ের ভালোবাসা আর শাসনের বেড়াজালে বন্দি এক তরুণীর গল্প। নাটকের নাম ‘মায়ের শাসন’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকে মা ও মেয়ের কেন্দ্রীয় দুই চরিত্রে থাকছেন মনিরা আক্তার মিঠু ও জান্নাতুল সুমাইয়া হিমি।
নতুন এ নাটকে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি কাজ। যেখানে দর্শক নতুন এক হিমির দেখা পাবেন। কারণ, এতে শুধু নতুন চরিত্র নয়, ভিন্নরকম এক গল্প তুলে ধরা হয়েছে।’
তিনি বলেন, ‘যেসব গল্প আমাদের চলমান জীবনধারার প্রতিচ্ছবি হয়ে দর্শক মনে ছাপ ফেলে, ‘মায়ের শাসন’ তেমনই এক গল্পের নাটক। এতে একজন মায়ের ত্যাগ, ধৈর্য, ভালোবাসা ও কঠোর মনোভাব তুলে আনা হয়েছে। সন্তানের ভুলে পথে পা বাড়ানো নিয়ে মায়ের শাসন, কতটা গুরুত্ব বহন করে, সেই সত্যিটা দর্শক আরও একবার এই নাটকের মধ্যে উপলব্ধি করার সুযোগ পাবেন।
মনিরা আক্তার মিঠু ও জান্নাতুল সুমাইয়া হিমির পাশাপাশি এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে দেখা যাবে রকি খান, রিমু রোজা খন্দকার, আলমগীর হোসেন, মুহিত তমাল, ফয়াজ ফারাবী, মাফিয়া বিথি, মিনু সিরজাসহ আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে।
নাফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে শিগগিরই ‘মায়ের শাসন’ নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান নির্মাতা।
সকাল নিউজ/এসএফ


