শীতের কনসার্টে ব্যস্ত সময় পার করছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। শনিবার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের শিমুলতলীতে তিনি ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় কনসার্টে পারফর্ম করেন। হাজারো দর্শকের সমাগমে জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। তবে কনসার্ট শেষে কিছু দুর্বৃত্ত আকস্মিকভাবে মেলায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটায়। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে খবর ছড়িয়ে পড়ে- সংঘর্ষের সময় স্টেজে থাকা ঐশী ও তার টিম সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। একপর্যায়ে প্রাণে বাঁচতে তারা দেয়াল টপকে কনসার্টস্থল ত্যাগ করেন। এ সময় উত্তেজিত জনতা তার ব্যক্তিগত গাড়িও নাকি ভাঙচুর করেছে।
তবে এ খবর সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন ঐশী। এ বিষয়ে তিনি বলেন, কনসার্টটি একদম সুন্দর ও স্বাভাবিকভাবে শেষ হয়। আমি ও আমার দল নিরাপদেই অনুষ্ঠানস্থল ত্যাগ করি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে সেটি একেবারে মিথ্যে এবং ভিত্তিহীন।’ তাদের বেরিয়ে যাওয়ার পরই মেলায় ভাঙচুর ও মারামারির ঘটনাটি ঘটে বলে দাবী করেন ঐশী।
কিছু সংবাদে ভুল তথ্য দেওয়া হচ্ছে দাবি করে ঐশীর মা নাসিমা মান্নান বলেন, ‘অনেক সংবাদে লেখা হচ্ছে- ঐশীকে অবরুদ্ধ করা হয়েছে। অথচ এমন কিছু একদমই ঘটেনি। ঐশী কনসার্ট শেষ করে বেরিয়ে যাওয়ার পরেই মারামারি শুরু হয়।’
এ নিয়ে সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে একটি বিবৃতিও দিয়েছেন ঐশী। সেখানে তিনি লিখেছেন- গতকাল আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর গাজীপুর শিমুলতলী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে।’
বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে নিয়ে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে। সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান এ কণ্ঠশিল্পী।
এদিকে মেলার আয়োজক সূত্রে জানা গেছে, সিগারেটের দাম নিয়ে তর্কাতর্কি থেকে রাত সাড়ে ১০টার দিকে মেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই ভাঙচুর শুরু হয়।
সকাল নিউজ/এসএফ

