এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান চায়ের চুমুকে’র এবারের পর্বে অতিথি হয়েছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার-সুরকার আশিক বন্ধু। পর্বটি প্রচার হবে সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭ টা ৩০ মিনিটে।
শম্পা মাহমুদ ও মোস্তাক হোসেন এর প্রযোজনা এবং ভাবনা আহমেদের উপস্থাপনায় এবারের পর্বে আশিক বন্ধু কথা বলেছেন তার নিজের লেখা গান, সুর এবং পরিচালনার বিষয়ে।
তার লেখা টাইটেল গান নিয়ে বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে তাও আলোচনায় উঠে এসেছে। এছাড়াও নায়িকাদের বিয়ে সংসার বিতর্কিত বিষয় এবং দেশ ছেড়ে বিদেশে অবস্থান করার কারণ সহ মিডিয়া চলচ্চিত্র সংগীতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখোমুখি হয়েছেন তিনি।
প্রাণবন্ত এ মিডিয়া আড্ডা প্রসঙ্গে আশিক বন্ধু বলেন, ‘চায়ের চুমুকে’ আমাদের প্রিয় অনুষ্ঠান এবং এটিএন বাংলার দীর্ঘ সময়ের সাফল্যের ধারাবাহিকতায় অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পর্দার পেছনের মানুষরা আমাদের স্বপ্ন, সাধনা, অর্জন এবং ভাবনা নিয়ে পর্দার সামনে আসতে পারি। তাই এটিএন বাংলার প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
সকাল নিউজ/এসএফ

