দেশে অধিকতর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিএনপির থেকে বড় ধরণের কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে জনগণ যদি আমাদের রায় দেয়, তাহলে শিল্পখাতে যে কর্মসংস্থান হারানো গিয়েছে তার জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’
তিনি বলেন, ‘আমরা ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। তার উপরে আমরা বিস্তারিত কাজ করেছি, এটি কীভাবে বাস্তবায়ন করা হবে সেটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ এ কথা বলেন। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘পিআর পদ্ধতি কেউ চাইতেই পারে। এটি বিএনপি দেয়ার কেউ না, অন্য দলেরও দেয়ার কেউ না। আমরা যেখানে ঐক্যমত হয়েছি, তার বাইরে যদি কেউ কিছু চায় সেটার অধিকার আছে। কিন্ত সেটি করতে হলে তাদের জনগণের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যানডেট নিয়ে সংসদ আসতে হবে, তার বাইরে কিছু করার নেই। আগামী নির্বাচন যথা সময়ে না হওয়ার কোনো সুযোগ নেই। দেশকে যদি বাঁচাতে হয়, জনগণ আজকে বিভিন্নভাবে নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। তারা একটি নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায়।’
দেশে-বিদেশের সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন নাই বলে অনেক কিছুর সমস্যার সম্মুখীত হতে হচ্ছে। নির্বাচনের পরে বাংলাদেশে অর্থনৈতিক পরিবর্তন আসবে। আইনশৃঙ্খলার উন্নয়ন হবে, আমাদের রপ্তানি ও আমদানি বাড়বে এবং স্বাস্থ্য ও সেবাসহ যে সমস্যাগুলো রয়েছে সমাধানের ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, ‘দুই কক্ষ বিশিষ্ট সংসদ বিএনপিরই প্রস্তাব। এই প্রস্তাব ৮ বছর আগেই দেয়া আছে। ৩ বছর আগে ৩১ দফায় আবারো দেয়া হয়েছে ‘
সকাল নিউজ/এসএফ