বাজারে পেঁয়াজের দামের অস্থিরতা দেখিয়ে আমদানির অনুমতি চেয়ে বিভিন্ন মহল চাপ দিচ্ছে জানিয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমদানিকারকদের চাপ থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত বদল হবে না।’
আজ বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অবস্থান তুলে ধরেন।
উপদেষ্টা বলেন, ‘বাজারে পেঁয়াজের দামের অস্থিরতা দেখিয়ে আমদানির অনুমতি চেয়ে বিভিন্ন মহল চাপ দিচ্ছে। কিন্তু দেশীয় উৎপাদন ও কৃষকের ন্যায্যমূল্যের বিষয়টি বিবেচনায় রেখে সরকার আপাতত আমদানি খুলছে না। কৃষকের স্বার্থই এখানে প্রধান।’
আলুর দাম কমে যাওয়ায় চলতি মৌসুমে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তবে মাঠের অবস্থা অনুকূলে থাকায় আমনে এবার বাম্পার ফলনের আশা করছেন উপদেষ্টা।
সার ও গ্যাসের দাম ইস্যু নিয়েও তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, দেশের কোথাও সারের ঘাটতি নেই; পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ অত্যন্ত কঠোর নীতিমালার আওতায় করা হচ্ছে এবং সেই নীতিমালা মানা হবে। গ্যাসের দাম বাড়লেও সারের দামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন।
কৃষি খাতে বিভিন্ন স্তরে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে সরকার সহ্য করবে না।
সকাল নিউজ/এসএফ


