আমার মেয়ে ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি’ পেয়েছে। সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখন থেকে আমার মেয়ের লেখাপড়ার পথ সহজ হল। আমি উনার কাছে কৃতজ্ঞ। উনি (শিহাব আহমেদ) পাশে থাকায় আমরা আনন্দিত’ এভাবেই অনুভূতি জানাচ্ছিলেন এক শিক্ষার্থীর মা মমেনা খাতুন। তিনি পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের বাসিন্দা।

শিক্ষাবৃত্তি পাওয়া লালমনিরহাট সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী বিজয় আলম অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘শিহাব আহমেদ স্যারের শিক্ষাবৃদ্ধি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তিনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন। আমাদের এলাকায় অনেক গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থী রয়েছে; তাদের জন্য এ শিক্ষাবৃত্তি বড় ধরণের একটি আশির্বাদ। দরিদ্র-হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি মানবিক ও অনুপ্রেরণাদায়ক উদ্যোগ। আমরা খুব গরীব পরিবার থেকে উঠে এসেছি। লেখাপড়া করতে অর্থের প্রয়োজন হয়, শিহাব আহমেদ স্যারের শিক্ষাবৃত্তি আমাদের অনেক উপকার করবে। যারা শিক্ষাবৃত্তি পেয়েছেন তাদের সবার উপকার হবে।’

এমনি লালমনিরহাটের পাটগ্রামে ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি-২০২৫’ পেয়ে একাধিক শিক্ষার্থী ও অভিভাবক আবেগে আপ্লুত হয়ে নিজেদের অনুভূতি জানান।

তুরস্ক প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শিহাব আহমেদের নিজ উদ্যোগে লালমনিরহাট জেলার হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার অসচ্ছল পরিবারের মেধাবী এবং সম্ভাবনাময় শিক্ষার্থীদের এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি-২০০৫ ও সংবর্ধনা’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পাটগ্রাম উপজেলার ১৮ জন (দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষায় অধ্যায়রত) শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শিহাব গ্রুপ অব কোম্পানির পরিচালক নুর নবী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তির চেক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন তুরষ্ক প্রবাসী, আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা, সমাজসেবক ও শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিহাব আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাফেজ রফিকুল ইসলাম, নর্থবেঙ্গল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক আতিক হোসেন, শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থী লালমনিরহাট সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী বিজয় আলম, সরকারি আলীমুদ্দিন কলেজের শিক্ষার্থী পপি রানী ও শিহাব মার্টের কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ।

বক্তারা সমাজ হিতৈষী শিহাব আহমেদের নানামুখী উন্নয়নমূলক কাজের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘ব্যক্তি শিহাব আহমেদ জিরো থেকে হিরো হয়েছেন। তার লেখাপড়া চালাতে বাজারে সব্জি বিক্রি করেছেন। খেয়ে না খেয়ে লেখাপড়া করেছেন। তুরষ্ক সরকারের শিক্ষাবৃত্তি পেয়ে তুরষ্কে গিয়ে মুচি, হোটেল বয়, রাজমিস্ত্রির কাজ করেছেন। অনেক পরিশ্রমের পর এখন তিনি প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের একজন সফল ও গর্বিত নাগরিক। তিনি শিক্ষা-দীক্ষা বৃদ্ধিতে গণমানুষের জন্য নিরলস কাজ করে চলেছেন।’
অনুষ্ঠানে শিহাব আহমেদ তার বক্তব্যে বলেন, ‘অনেকে মনে করেন শিহাব আহমেদ একদিনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমার বয়স যখন ১০ বছর। তৃতীয় শ্রেণিতে পড়ি তখন থেকে আমার জীবনের যুদ্ধ শুরু হয়েছিল। আমার জীবিকা ও লেখাপড়ার খরচ নির্বাহের জন্য আমি বড়খাতা বাজারে সব্জি বিক্রি করতাম। কখনও ভ্যান চালিয়েছি। যখন কাজ পাইনি তখন ঢাকায় গিয়ে রিক্সা চালিয়েছি। গামের্ন্টে চাকুরি করেছি। আমি থেমে থাকিনি। আমি এসএসসিতে গোল্ডেন ৫ পাই। এ সময় সারাদেশের পত্রিকায়, অনলাইনে, টিভিতে সাংবাদিকেরা সংবাদ প্রকাশ করে যে শিহাব আহমেদ সব্জি বিক্রি করে এসএসসিতে গোল্ডেন ৫ পেয়েছে।’

তিনি বলেন, ‘আমার চেষ্টার কোনো কমতি ছিল না। রংপুর কারমাইকেল কলেজে ভর্তি হয়ে এইচএসসি সম্পন্ন করে তখন তুরষ্ক সরকারের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করি। বৃত্তি পেয়ে ২০১৬ সালে তুরষ্কে যাই। সেখানে হাড়ভাঙ্গা পরিশ্রম করি। আজ আমি প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। তুরষ্কের পাসপোর্ট ফেলে দিয়ে আমি শিহাব আহমেদ হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার মানুষদের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াতে এসেছি। সমাজ ও রাষ্ট্রকে বিনিমার্ণের জন্য মাঠে নেমেছি। আমার স্বপ্ন একটা প্রজন্মকে আমি তৈরি করে দিতে চাই। যারা আগামীর হাতীবান্ধা ও পাটগ্রামকে নেতৃত্ব দিবে। এজন্য আমার কষ্টের, মেহনতের টাকা, রেমিটেন্সের টাকা দিয়ে স্কুলসহ নানান প্রতিষ্ঠান করে দিচ্ছি।’

শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ যে শিক্ষাবৃত্তি দেওয়া হলো- তার শর্ত একটাই, তা হলো- আমি নিঃস্বার্থভাবে আপনার হাত ধরতেছি। আমার কষ্টের, মেহনতের টাকা তুলে দিচ্ছি। আপনি শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে গেলে আপনিও হাতীবান্ধা-পাটগ্রামের একজন গরীব, অসহায় পরিবারের সন্তানের হাত ধরবেন। আমি আপনাদেরকে আমার স্বার্থের জন্য শিক্ষাবৃত্তি দিচ্ছি না। আপনি শিক্ষা অর্জন করে প্রতিষ্ঠিত হয়ে এই এলাকার আরেকজন অসহায়ের হাত ধরবেন, এটাই আমার প্রত্যাশা। মানবিক ও অসহায় মানুষের প্রতি দায়বদ্ধ একটি প্রজন্ম তৈরির জন্যই আমি মাঠে নেমেছি।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2025 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version