কৃষি আইন অমান্য করে লালমনিরহাটের পাটগ্রামে অনিবন্ধিত ফসলের বীজ বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও থানা- পুলিশ সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু ব্যবসায়ী সরকারি অনুমোদন ছাড়া কৃষি অধিদপ্তরের নিবন্ধনবিহীন বীজ বিক্রি করছিলেন। এতে কৃষক ও কৃষির ক্ষতির আশঙ্কা দেখা দেয়। অভিযানে বাউরা ইউনিয়নের বাউরা বাজারের ব্যবসায়ী সেলিম জাহাঙ্গীর ও কুচলিবাড়ী ইউনিয়নের ললিতারহাট বাজারের ব্যবসায়ী আব্দুল হামিদকে ১০ হাজার টাকা করে এবং একই বাজারের কাশেম আলী ও মাহবুব আলমকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন, ‘অনুমোদনহীন বীজ বিক্রি করলে কৃষকের ক্ষতির সম্ভাবনা থাকে। এ কারণে নিয়মিত অভিযান চালানো হবে।’
ইউএনও উত্তম কুমার দাশ বলেন, ‘কৃষকদের স্বার্থ রক্ষায় ও বীজের মান নিয়ন্ত্রণে অনিবন্ধিত বীজ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সকাল নিউজ/এসএফ


