চাকরিতে পুনর্বহালসহ ৬ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ব্যাংকের শত শত কর্মকর্তা কর্মসূচিতে অংশ নেন। এতে যানচলাচল বন্ধ রয়েছে। পরে পৌনে ১২টার দিকে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা ফৌজদারহাটে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে যানচলাচলে বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।
আন্দোলনরত ব্যাংক কর্মকর্তা সাইদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তাদের প্রায় ৪০০ জন কর্মকর্তাকে সম্পূর্ণ অন্যায় ও অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি আরো প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় অবস্থায় রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে আর ধৈর্য ধারণের সুযোগ নেই।
ব্যাংক কর্মকর্তারা বলেন, ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছি। এই আন্দোলনের মাধ্যমে আমাদের দুঃসহ পরিস্থিিিত ও ন্যায্য দাবির কথা দেশের মানুষ ও সরকারের কাছে পৌঁছে দিতেই এ মানববন্ধন।
৬ দফা দাবি হলো- চাকরিবিধি লঙ্ঘন করে বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল করতে হবে; প্রহসনমূলক পরীক্ষা বয়কটের জন্য কর্মকর্তাদের যে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হচ্ছে, তা অনতিবিলম্বে বন্ধ করতে হবে; বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে; শর্ত আরোপ করে সব ধরনের অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করতে হবে; চট্টগ্রামের কর্মকর্তাদের ওপর চালানো মানসিক ও শারীরিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে ও পুনরায় কর্মস্থলে তাদের ফিরিয়ে নিতে হবে এবং পরীক্ষা বর্জনের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে যে সাধারণ ডায়েরি ও সাইবার ক্রাইমে হয়রানিমূলক মামলা করা হয়েছে, তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।
এর আগে গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া কর্মকর্তা-কর্মচারীরা।