সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রায় ৬৬ কোটি ৩৪ লাখ টাকার লটারি জিতেছেন হারুন সরদার নামে এক প্রবাসী বাংলাদেশি । গতকাল শুক্রবার ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হলে প্রথম পুরস্কার পান হারুন।
৪৪ বছর বয়সী বাংলাদেশি হারুন সরদার ইউএইর শারজাহ শহরে বসবাস করেন। পেশায় তিনি একজন ট্যাক্সিচালক।
গতকাল অনুষ্ঠান চলাকালে উপস্থাপক রিচার্ড ও বোচরা কল করে লটারি জেতার এ সুখবর দেন হারুনকে। শুনে তাজ্জব বনে যান তিনি। উত্তরে বেশি কিছু বলতে পারেননি। শুধু বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে।’
তবে হারুন একাই এ লটারির অর্থ পাবেন না; তিনি মোট ১১ জনের জন্য আবুধাবির বিগ টিকিট নামে পরিচিত এই লটারি কিনেছিলেন। তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ হবে। হারুন ছাড়া আরও চারজন বিগ টিকিটের লটারি কিনে প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা
করে জিতেন এই মঞ্চে। তাদের মধ্যে আরেক প্রবাসী বাংলাদেশি আলী হুসাইন আলীও রয়েছেন।
উল্লেখ্য, হারুন ২০০৯ সাল থেকে আরব আমিরাতে বসবাস করছেন। তাঁর পরিবার থাকে বাংলাদেশে। একদিন না একদিন জিতবেন—এ আশায় প্রতি মাসেই তিনি বিগ টিকিটের লটারি কেনেন।
সূত্র : খালিজ টাইমস