রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় আজ বুবুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে। এর আগে আজ সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা। বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান সকাল নিউজকে বলেন, ‘আজ ২৪৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের তেজগাঁও, ফার্মগেট ও গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ ছাড়াও এ পর্যন্ত ঝটিকা মিছিল থেকে আনুমানিক সাড়ে পাঁচশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সকাল নিউজ/এসএফ