লালমনিরহাটের পাটগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ধরলা নদীতে গোসল করতে নেমে শহিদ মিয়া (১৫) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার আদিতমারী উপজেলার শিয়ালখোওয়া বকশীটারী এলাকার ফয়জার রহমান ও তার স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ফয়জারের শ্যালক শ্যামল হোসেনের বিয়ে উপলক্ষ্যে তার ছেলে শহিদ দুইদিন আগে নানার বাড়ি- পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্যইসলামপুর গ্রামে আসেন। গতকাল বিয়ের দিন স্ত্রীকে নিয়ে ফয়জারও শ্বশুরবাড়ি আসেন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় ফয়জার, তার ছেলে শহিদ, শ্যালক এবং আরও এক কিশোরসহ বাড়ীর পাশের ধরলা নদীতে গোসল করতে নামেন। গোসলে নেমে সাঁতার না জানায় হঠাৎ পাথর তোলার গভীর গর্তে তলিয়ে যেতে থাকেন শহিদ ও অপর কিশোর। এ সময় ফয়জার কিশোরটিকে টেনে উদ্ধার করতে সক্ষম হলেও ছেলেকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হন।
খবর পেয়ে স্থানীয়রা প্রায় আধাঘণ্টা চেষ্টা করে নিথর দেহের শহিদকে উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে থানা-পুলিশ গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সকাল নিউজ/এসএফ