রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে টালিউড-বলিউডেও সমানতালে কাজ করছেন। দুই বাংলায় যেমনিভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনি ফ্যাশন সেন্স এবং গ্ল্যামারেও মাতিয়ে রাখছেন জনপ্রিয় এ অভিনেত্রী। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, স্টাইল আইকন হিসেবেও এই অভিনেত্রী সবসময় আলাদা।

অভিনয়ের পাশাপাশি প্রায়ই সামাজিক মাধ্যমে ফ্যাশন-গ্ল্যামারেও ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। যে কারণে নেটিজেনদের মাঝেও তাকে নিয়ে আলোচনা আর গুঞ্জনের শেষ নেই। বরাবরের মতো এবারও ব্যতিক্রম হয়নি। এবার নতুন ফ্যাশন আর গ্ল্যামারে ভক্ত-অনুরাগীদের মাঝে হাজির হলেন জয়া।

সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে নতুন গ্ল্যামার শেয়ার করেছেন নেটিজিনদের মাঝে। নতুন লুকেরি এই ছবিগুলো প্রকাশ পাওয়ার পরই নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেট দুনিয়ায়। যা দেখে ভক্তরা রীতিমতো জয়ার প্রশংসায় মেতে ওঠেছেন।
সকাল নিউজ/এসএফ

