ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়
হামলাকারীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১১টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ আল্টিমেটাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে যদি কেউ সবচেয়ে বেশি সমালোচনা করেন তিন হলেন ওসমান হাদি। আবার সরকারকে বুক দিয়ে আগলেও রাখেন তিনি। এখন সরকারের দায়িত্ব হাদির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশেও পাঠাতে হবে।’
জাবের আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ইতোমধ্যে হাদির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং অন্যান্য উপদেষ্টারাও হাসপাতালে এসে তার অবস্থার খোঁজ নিয়েছেন। ওসমান হাদি শুধু ঢাকা-৮ নয়, পুরো দেশের নেতা। তাই যারা তার বুকে গুলি চালিয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে হামলাকারী অন্যভাবে মারা গেছে।’
সকাল নিউজ/এসএফ

