ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শুরু হবে জমকালো এই ড্র অনুষ্ঠান।
এতে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন- ‘শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকাপ ফাইনাল ড্র-এ থাকতে চলেছেন।’
আগামী বছর অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি রয়েছে কানাডা ও মেক্সিকো-ও। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বিশ্বকাপকে নিজের প্রশাসনের অন্যতম মুখ্য ইভেন্ট হিসেবেই তুলে ধরেছেন। ২০২৬-এ মার্কিন স্বাধীনতার ২৫০ বছর পূর্তি- সেই উদযাপনের কেন্দ্রেও রয়েছে এই বিপুল আয়োজন।
এবারের বিশ্বকাপের ফরম্যাট বদলে যাচ্ছে। ৪৮টি দল, ১২টি গ্রুপ-গ্রুপ ড্র-ই বলে দেবে- কোন দল কোন শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে, কোন গ্রুপ ‘গ্রুপ অফ ডেথ’ হয়ে উঠতে পারে, নকআউটে কোন দলের পথ তুলনামূলক সহজ কিংবা শক্তিশালী দলগুলো শুরুতেই একে অপরকে এড়িয়ে যেতে পারবে কিনা। এ ছাড়া ব্রডকাস্ট, টিকিটিং, ভেন্যু ম্যানেজমেন্ট, ফ্যান ট্রাভেল-সব পরিকল্পনার জন্য বাছাইয়ের খুঁটিনাটি জানা জরুরি।
অংশগ্রহনকারি ৪৮টি দলকে ১২টি করে মোট ৪টি পটে ভাগ করা হয়েছে। পট-১ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে পট-৪ পর্যন্ত লটারির মাধ্যমে দলগুলোকে ‘এ’ থেকে ‘এল’ পর্যন্ত ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল।
পট-১ (শীর্ষ বাছাই): স্বাগতিক সুবিধা ও ফিফা র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ১২ দল আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
পট-২: উরুগুয়ে, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, মরক্কো, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।
পট-৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার ও দক্ষিণ আফ্রিকা।
পট-৪: জর্ডান, কেপ ভার্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড এবং প্লে-অফ থেকে আসা বাকি ৬টি দল।
র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে ড্রয়ের ক্ষেত্রে আলাদা ব্র্যাকেটে রাখা হবে। ফিফা জানিয়েছে, এই চার দল যদি নিজ নিজ গ্রুপে সেরা হয়, তবে সেমিফাইনালের আগে তাদের একে অপরের মুখোমুখি হতে হবে না।
তিন স্বাগতিক দেশের গ্রুপ আগে থেকেই নির্ধারিত। মেক্সিকো গ্রুপ ‘এ’, কানাডা গ্রুপ ‘বি’ এবং যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’-তে থাকবে। ইউরোপ ছাড়া একই কনফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকবে না। ইউরোপ থেকে ১৬টি দল থাকায় প্রতি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।
বিশ্বকাপের মূলপর্বে ৪২টি দল নিশ্চিত হলেও বাকি ৬টি দলের জন্য অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত। ২২ দলের আন্তঃমহাদেশীয় ও ইউরোপীয় প্লে-অফ শেষে চূড়ান্ত হবে এই ৬টি স্থান।
এদিকে, ইরানের বয়কট ড্র অনুষ্ঠানের আগেই রাজনীতির উত্তাপ ছড়িয়েছে। যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় ড্র অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ভিসা জটিলতায় তাদের কর্মকর্তারা বাধার মুখে পড়েছেন। উল্লেখ্য, গত জুনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে ইরানও রয়েছে।
ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ড্র টিভিতে সম্প্রচারিত হবে না। তবে অনলাইনে (FIFA+ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও FIFA YouTube channel-এ লাইভ স্ট্রিম হিসেবে) সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে। যাঁরা মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে দেখেন, তাঁদের জন্য এই দুই অপশনই যথেষ্ট। ফিফা প্লাস অ্যাপে স্ট্রিমিং একেবারে ফ্রি, আলাদা সাবস্ক্রিপশন লাগবে না।
সকাল নিউজ/এসএফ

