হালের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা’র বিরুদ্ধে অভিযোগ এনেছেন শরীফ খান নামে প্রযোজক দাবি করা এক ব্যক্তি। কলকাতার নির্মাতা এম.এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ নামে সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম টাকা নিয়ে নাকি ফেরত দেননি তিশা- এমন অভিযোগই তুলেছেন তিনি।
এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রী তিশা। তার আইনজীবী জসীম উদ্দিন বলেছেন, ‘তানজিন তিশাকেই সরাসরি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রযোজক দাবি করা শরীফ খান গণমাধ্যমে বলেছেন, তিশা’র অসহযোগিতার কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে। বাদ পড়ার পর অগ্রিম নেয়া টাকা ফেরত দিতে টালবাহানা করছেন তিশা। এ অভিযোগ মিথ্যে।’
এ বিষয়ে তিশা বলেন, ‘এই অভিযোগ ফালতু। আমাকে চুক্তির সময় এক তৃতীয়াংশ পেমেন্ট দেয়া হয়েছিল। এই সি নেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং ক্যানসেল হলে এই অর্থ ফেরত যাবে না।’
তিনি আরও বলেন, ‘শরীফ নামে একজন আমার সঙ্গে মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছে, এত রাতে আমি কেন কথা বলবো? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি তো এই সিনেমার প্রযোজকই নন। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন।’
সকাল নিউজ/এসএফ

