লালমনিরহাটের পেশাজীবী সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন প্রেসফোর, লালমনিরহাট–এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
প্রেসফোর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে আলোচিত ছিল তথ্য ও প্রচার সম্পাদক পদটি। এ পদে বড় ব্যাবধানে জয়ী হয়েছেন সকাল নিউজ ও বার্তা২৪-এর লালমনিরহাট ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মুন।
৩৭ ভোট পাওয়া মুনের নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়াজ আহমেদ শিপন (ডিবিসি নিউজ) পেয়েছেন ২৩ ভোট। ১৪ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হন মনিরুজ্জামান মুন, যা নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানগুলোর অন্যতম।
জয়ের পর মুন সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সহকর্মীদের ভালোবাসা ও বিশ্বাস আমাকে আরও দায়িত্ববান করবে। সংগঠনের তথ্যপ্রবাহ, যোগাযোগ ও গণমাধ্যমে ইতিবাচক অবস্থান আরও শক্তিশালী করতে আমি সক্রিয়ভাবে কাজ করবো ইনশাল্লাহ।’
নির্বাচনে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সকাল নিউজের পাটগ্রাম উজেলা প্রতিনিধি আজিনুর রহমান আজিম। নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৮ ভোট বেশি পেয়ে তিনি।
জাতীয় নির্বাচনের আদলে ব্যালট, ব্যালট বক্সসহ পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ২২ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৬৪ জন ভোটারের মধ্যে প্রায় সবাই উপস্থিত থেকে ভোট প্রদান করেন। হাতীবান্ধা ডাকবাংলোয় দিনব্যাপী সাংবাদিকদের অংশগ্রহণে ছিল উৎসবের আমেজ।
নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল পদভিত্তিক বিজয়ী ও ভোটের ব্যবধানে সভাপতি পদে নির্বাচন করেন কাজী আলতাব হোসেন ও ফরহাদ আলম সুমন। যেখানে ৩৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে ফরহাদ আলম সুমন।
সহ-সভাপতি পদে অংশ নিয়েছেন সফিউল আলম লাবু, আব্দুল মালেক ও রবিউল ইসলাম। এ পদে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন সফিউল আলম লাবু এবং ৪৩ ভোটে নির্বাচিত হন আব্দুল মালেক।
সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান দুলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম পেয়েছেন ১৫ ভোট । যুগ্ম সম্পাদক পদে তন্ময় আহমেদ নয়ন ৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ইলিয়াস বসুনিয়া পবন ২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। সহকারী সাংগঠনিক সম্পাদক পদে ৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে আজিনুর রহমান। কোষাধ্যক্ষ নুরুল হক, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সুমন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ক্রিয়া সম্পাদক মামুন হোসেন সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) কার্যকারী সদস্য হায়দার আলী বাবু সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে আরো নির্বাচিত হয়েছেন তিতাস আলম ও রমজান আলী।
নির্বাচিত সভাপতি ফরহাদ আলম সুমন বলেন, ‘সাংবাদিক সমাজ আমাকে যে বিশ্বাস ও আস্থা দিয়েছে, সেটা আমার জীবনের বড় পাওয়া। সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া শুধু সম্মান নয়, এটা বিশাল দায়িত্বও। আমি বিশ্বাস করি, ভেদাভেদ ভুলে সবাই মিলে কাজ করলে প্রেসফোর আরও শক্তিশালী হবে। আগামী দিনের প্রতিটি উদ্যোগে স্বচ্ছতা, সহযোগিতা ও পেশাগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সাংবাদিকদের কল্যাণে ও সংগঠনের উন্নতির জন্য আমি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’
প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক একেএম মঈনুল হক বলেন, ‘পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের নেতৃত্ব নির্বাচনে এটি একটি গণতান্ত্রিক উৎকৃষ্ট উদাহরণ।’
তিনি সকল প্রার্থী, ভোটার, নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা টিমকে ধন্যবাদ জানান।
প্রেসফোরের নির্বাচন অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। সভাপতি থেকে শুরু করে কার্যকরী সদস্য পর্যন্ত নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যা সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা ভোটারদের।
সকাল নিউজ/এসএফ

