বিধবা নারীর জমি লীজ দেয়ার অভিযোগ উঠেছে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল শনিবার বিকেলে মফস্বল সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগীর মামা ওয়াজেদ আলী সরকার।
সংবাদ সম্মেলনে ওয়াজেদ আলী সরকার জানান, সিএস খতিয়ান অনুযায়ী রংপুর নগরীর নীলকন্ঠ এলাকায় দুটি দাগে মোট ৩১ শতক জমির মালিক ছিলেন চন্দ্র মোহন নামে এক ব্যক্তি। তিনি ওই জমির খাজনা চালাতে ব্যর্থ হলে তা জোতদারের কাছে হস্তান্তর করেন এবং পরবর্তীতে অজিত কুমার সেন গুপ্ত নামে এক ব্যক্তি সেই জমি পত্তন নেন। এরপর অজিত কুমার সেন গুপ্ত ১৯৮৫ সালের ৩০ জুন হাবিবুর রহমানের কাছে ওই ৩১ শতক জমিটি বিক্রি করে দেন। হাবিবুর রহমান ভোগদখল অবস্থায় ১৯৮৮ সালের ২৩ নভেম্বর ওই জমি মোজাম্মেল হকের কাছে বিক্রি করেন। ২০২৩ সালের ২৮ মে মোজাম্মেল হক আরএস রেকর্ডের জাবেদা নকল উত্তোলন করতে গিয়ে দেখেন জমিটি খাস দেখানো হয়েছে।
এ নিয়ে মোজাম্মেল হক আরএস খতিয়ান সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে টাইব্যুনালে মামলা করেন। মামলা চলামান অবস্থায় মোজাম্মেল হকের মৃত্যু হলে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন তার স্ত্রী।
সম্প্রতি জেলা প্রশাসক রবিউল ফয়সাল ও নীলকন্ঠ ভ‚মি কর্মকর্তা মিজানুর রহমান যোগসাজশ করে বিবাদমান ওই জমিটি তৃতীয় লিঙ্গের কিছু সদস্যদের নামে লীজ দেয়াসহ তাদের দখলে দিয়েছেন বলে জানা গেছে। এ সময় ক্রয়কৃত ৩১ শতক জমিটি ফিরিয়ে দেয়ার দাবি জানান ভুক্তভোগীর পরিবার।r
এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও ভ‚মি কর্মকর্তা মিজানুর রহমানকে একাধিকবার ফোন করেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সকাল নিউজ/এমএম

