যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করার ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করার ঘটনায় প্রথমে পুলিশ গিয়ে মিজানুরকে শনাক্ত করে ঘিরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়।
এর আগে ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা এনসিপির সদস্যসচিব আখতারকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে গতকাল ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন
বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের ওপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি। এটাতে আমরা ভয় ভাই না।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সফররত ড. ইউনূসের প্রতিনিধিদলের সদস্য হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও সদস্য সচিব আখতার হোসেন।