সিরিজটা আগেই খুইয়ে বসেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দলের লক্ষ্য ছিল একটা জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ানো, সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়ের জন্যও মূল্যবান কিছু পয়েন্ট তুলে নেওয়া। কিন্তু না, উল্টো আফগানিস্তানের কাছেই হোয়াইটওয়াশের তিক্ত সাদ পেল মেহেদী হাসান মিরাজের দল।
আবুধাবিতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ানডেতেও হারল বাংলাদেশ । এবারের ব্যবধানটা বিশাল; ২০০ রানে হার তো লজ্জারই। যে লজ্জায় শুধু মেহেদী হাসান মিরাজের দল নয় ডুবেছে গোটা দেশ। এবারই প্রথম আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশ ক্রিকেট দল।
আফগানিস্তানের করা ২৯৩ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার নাঈম শেখ ২৪ বলে ৭ রান করে ফেরেন সাজঘরে। পরে নাজমুল হোসেন শান্ত (৩) দ্রুত বিদায় নিলে চাপ বাড়ে। দলের পক্ষে একমাত্র লড়াইটা করেন সাইফ হাসান।
তার ৪৩ রানের পরের ১০ জন রান করেছেন যথাক্রমে ৭,৩,৭,৬,০,২,৪,৫,৯,২। এ যেন রীতিমতো মুঠোফোনের ডিজিট! মাত্র ২৭ ওভার ১ বল টিকেছিল মিরাজদের দল। শুধু এই ম্যাচই নয়, এমনি পুরো সিরিজটাই যেন ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ।
আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করেন বেলাল সামি ও রশিদ খান। বেলাল একাই নেন ৫ উইকেট, আর রশিদ দখল করেন ৩ উইকেট। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান দলের হয়ে ওপেনার ইব্রাহিম জাদরান খেলেন ৯৫ রানের চমৎকার ইনিংস। রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৪২ রান, আর ইনিংসের শেষ দিকে মোহাম্মদ নবির ৩৭ বলে ঝোড়ো ৬২ রানে বড় পুঁজি পায় আফগানরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাইফ হাসান।
সকাল নিউজ/এসএফ