দুর্দান্ত শুরু করে বন্দরে তরী ভিড়ানোর আগেই আফগানিস্তান বোলারদের কাছে একের পর এক কুপোকাত হচ্ছিল বাংলাদেশী ব্যাটাররা। মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চরম চাপে পড়া বাংলাদেশ দলকে অবশেষে উদ্ধার করলেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন।
মাত্র ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। ১৫২ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ১১ ওভার ৩ বলে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১০৯ রান জমা পড়ে।
তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪৩ রান, হাতে ১০ উইকেট। এমন অবস্থায় থেকে ম্যাচ হারার নজির টি-টোয়েন্টি ইতিহাসেই বিরল। অথচ, তেমনি নিশ্চিত পরাজয়ের হাত থেকে দলকে রক্ষা করলো সোহান-রিশাদ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
প্রথমে বাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করে আফগানিস্তান। জবাবে ৪ উইকেট ও ৮ বল হাতে রেখে লক্ষ্য টপকে যায় টাইগাররা। আফগানিস্তানের দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ১০৯ রানের জুটিতে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ।
তবে ৫৪ রানে পারভেজ ইমনের বিদায়ের পর ছন্দপতন হয় টাইগারদের ইনিংসে। এরপর রশিদ খানের ঘূর্ণিতে একে একে ফিরে যান সাইফ হাসান, ফিফটি করা তানজিদ তামিম, জাকের আলী, শামিম হোসেন।
নুর আহমেদের বলে তানজিম সাকিব এলবিডব্লু হলে ১০৯ রানে শূন্য ইউকেট থেকে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে আনেন নুরুল হাসান সোহান।
সোহান ২৩ রানে ও রিশাদ ১৪ রানে অপরাজিত থেকে ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। রশিদ খান নেন ৪ উইকেট। একটি করে উইকেট শিকার করেন ফরিদ মালিক ও নুর আহমেদ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। সেখান থেকে রহমানুল্লাহ গুরবাজের ৪০ ও মোহাম্মদ নবীর ৩৮ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে আফগানিস্তান। রিশাদ ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন। তাসকিন, মুস্তাফিজ ও নাসুন নেন এক উইকেট করে।
সকাল নিউজ/এসএফ