বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকশিবির। এরই মধ্য দিয়ে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে এই দুই দল।
আগের দুই দেখায় ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। দুই ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। তবে ফাইনালে উঠেই হুঙ্কার ছুঁড়েছেন পাক অধিনায়ক সালমান আগা।
বাংলাদেশের বিপক্ষে জয়ের পর পাক অধিনায়ক বলেন, ‘এই ধরনের জয়ই বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশাল। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। তবে আমরা সেটা সামলে নেব।’
যেকোনো দলকে হারানোর সামর্থ্য পাকিস্তানের আছে বলে মনে করেন সালমান। তিনি বলেন, ‘আমরা খুবই উত্তেজিত। জানি ভারতকে হারাতে কী কী করতে হবে। আমাদের টিমের যা শক্তি তাতে আমরা যেকোনো দলকে হারাতে পারি। রোববারও আমরা ভারতকে হারানোর চেষ্টা করবো।’
সকাল নিউজ/এসএফ