স্পোর্টস ডেস্ক
২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাবান এই টুর্নামেন্টের এবারের আসরের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। জাঁকজমকপূর্ণ এই আয়োজন ঘিরে এরই মধ্যে পরিকল্পনাও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
পরিকল্পনা অনুযায়ী, ১৪তম এই আসরে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন হবে তুলনামূলক সমৃদ্ধশালী দেশ দক্ষিণ আফ্রিকায়। টুর্নামেন্টের মোট ৫৪ ম্যাচের ৪৪টিই হবে আফ্রিকা মহাদেশের এই দেশটিতে । আর বাকি ১০ ম্যাচ হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার একটি স্থানীয় আয়োজক কমিটি গঠন করে দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
কমিটির প্রধান করা হয়েছে দেশটির সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েলকে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার ৮টি ভেন্যুতে।
সিএসএ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ আফ্রিকায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, গবেরহা, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন ও পার্লে।
আফ্রিকা মহাদেশে সর্বশেষ পুরুষদের বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ২০০৩ সালে। সেই আসরটি যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। সে হিসাবে ২৪ বছর পর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে পেরে বেশ উৎফুল্ল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটসংশ্লিষ্টরা।