সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে অভিষেক ম্যাচেই দারুণ চমক দেখিয়েছেন বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।
তিনি বল হাতে নিয়েছেন ২ উইকেট, ফিল্ডিংয়ে ধরেছেন ২ ক্যাচ-তবুও জয়হীন থেকে মাঠ ছাড়তে হয়েছে তার দল দুবাই ক্যাপিটালসকে। কিন্তু দুর্ভাগ্য, ফিজের ঝলকের দিনে তারা দল গালফ জায়ান্টসের কাছে হেরেছে ৪ উইকেটে। দুবাইয়ে আগে ব্যাট করে ক্যাপিটালস তোলে ১৬০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে গালফ জায়ান্টস ৭ বল হাতে রেখে জয়ের দেখা পায়।
ম্যাচের শুরুতেই নিজের প্রথম বলেই গুরবাজকে ফিরিয়ে মোস্তাফিজ তুলে নেন অভিষেকের প্রথম উইকেট। প্রথম ওভারে ১১ রান দিলেও পাওয়ার প্লের শেষ ওভারে আবার ফিরিয়ে আনলে আরও একটি উইকেটের সুযোগ তৈরি করেন তিনি।
জেমস ভিন্স তার বলে ক্যাচ তুললেও ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভিড উইলি সেটি ধরে রাখতে ব্যর্থ হন; বরং বল চলে যায় বাউন্ডারি লাইন পেরিয়ে। সেই ওভার থেকেও আসে ১০ রান। পরে সেই ভিন্সই ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে নেন।
তবে ১২তম ওভারে আবারও আলো ছড়ান মোস্তাফিজ-মাত্র ২ রান দিয়ে তুলে নেন সেট ব্যাটার পাতুম নিশাঙ্কার উইকেট। এরপর ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া মোস্তাফিজ শেষ দুই ওভারে খরচ করেন মাত্র ৫ রান।
তবে তার স্পেল শেষ হওয়ার পর গালফ জায়ান্টসের প্রয়োজন ছিল ২৪ বলে ২৯ রান, যা সহজেই তুলে নেয় দলটি। ৩১ বলে ৬৭ রানের দাপুটে ইনিংসে ম্যাচসেরা হন নিশাঙ্কা। এবারের আসরে দুই ম্যাচে দুটিতেই হেরে গেছে দুবাই ক্যাপিটালস। বিপরীতে দুটি ম্যাচই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে গালফ জায়ান্টস।
সকাল নিউজ/এসএফ

