ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পথচলা শুরু করেছেন তুরস্ক প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শিহাব আহমেদ।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাতিবান্ধার ঘুন্টি বাজার থেকে গণসংযোগ ও মটোরসাইকেল র্যালির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা কার্যক্রমের সূচনা করেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে শিহাব আহমেদ বলেন, আমি কোনো দলের হয়ে কাজ করতে আসিনি। আমি এসেছি হাতিবান্ধা-পাটগ্রামের মানুষের হয়ে কাজ করতে। এই এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য।
এ সময় শিহাব আহমেদ আরও বলেন, হাতীবান্ধা-পাটগ্রামবাসীর উন্নয়নের লক্ষ্যে আমি তুরস্কের নাগরিকত্ব ছেড়ে দেশে ফিরে এসেছি। আমাকে নির্বাচিত করা হলে প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি রাজনীতিতে নেমেছি মানুষের ভাগ্য উন্নয়নে। মানুষের ভালোবাসা ছাড়া আমার চাওয়ার আর কিছু নেই।
নির্বাচনী এলাকায় ইতোমধ্যে তার উদ্যোগ ও অর্থায়নে প্রায় ৫০০ জন বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ২৫ হাজার টিউবওয়েল প্রদান, ২ হাজার ৫০০ অযুখানা ও একাধিক মসজিদ নির্মাণ করা হয়েছে বলে গণসংযোগকালে দাবি করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে শিহাব আহমেদ আরও বলেন, আমি এসেছি মানুষকে দিতে, নিতে নয়। আমি চাই হাতিবান্ধা-পাটগ্রামের প্রতিটি শিশুর হাতে কলম তুলে দিতে। যাতে করে তারা দেশের জন্য কাজ করতে পারে। এখন থেকে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।
গণসংযোগ কর্মসূচিতে তিনি পথচারী ও স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়ন ভাবনা তুলে ধরে অসন্ন নির্বাচনে সকলের স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করেন।
সকাল নিউজ/এসএফ