সম্প্রতি প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে উঠে এসেছে, তুরস্কে ইসরায়েলের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক।
জরিপ অনুযায়ী, ৯৩ শতাংশ তুর্কি নাগরিক ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখে। বিপরীতে, মাত্র ৪ শতাংশ মানুষ দেশটির প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এবং তুরস্কের জনগণের ঐতিহাসিক সহানুভূতির কারণেই এমন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে।