বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সামনে দিয়ে যাচ্ছেন আর পেছনে জনতা এই স্লোগান দিচ্ছে ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা’। এমন পরিস্থিতিতে অসহায়, করুণ মুখে কয়েকজনকে নিয়ে ফুয়াদ ধরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ব্যারিস্টার ফুয়াদকে কেন্দ্র করে এই ভিডিও সামাজিক মাধ্য্যমে ছড়িয়ে পড়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের এমনই তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার ফুয়াদ।
এসময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় জনতা, তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে জনতা ফের স্লোগান দেয় ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা।’
জানা গেছে, আজ রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এসময় তিনি বলেন, ‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’
এর পরপরই স্থানীয় জনতাকে তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করেন। এবং কয়েকজনের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন।
সকাল নিউজ/এসএফ

