অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে তিন দলীয় জোট। নতুন এ জোটে শরীকরা হচ্ছে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আগে থেকে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত এই জোটে থাকছে না গণ-অধিকার পরিষদ।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কারের এই জোটের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে এনসিপি।
দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে জানান, বিকেলে ডিআরইউতে এক সংবাদ থেকে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তিন দলের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সকাল নিউজ/এসএফ

