বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম হয়ে গেলো রোববার। বিপিএলের গত আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারি নিলামে নাঈম শেখকে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখে দলে নিয়েছে চট্টগ্রাম রয়েলস।
‘এ’ ক্যাটাগরিতে নাঈমের সঙ্গে লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। নাঈমের দাম ১ কোটি ১০ লাখ উঠার পর লিটনকে ৭০ লাখে নিয়ে নেয় রংপুর। তবে লিটনের চেয়ে বেশি পেয়েছেন তাওহিদ হৃদয়। তাকে ৯২ লাখে কিনেছে রংপুর ফ্র্যাঞ্চাইজি।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে লিটনকে প্রশ্ন করা হলো, নিলামে প্রত্যাশিত দাম পেয়েছেন কি না।
জবাবে তিনি বললেন, ‘এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি শ্রষ্টায় বিশ্বাস করি। যদি কখনো তিনি চান আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। তার মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট, তাহলে তাই।’
সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে বিপিএলে নিলামে কোটিপতি হতে না পারার আফসোস আছে কি? এমন প্রশ্নের জবাবে হাসিমুখে লিটন বলেন, ‘আমি তো বললাম শ্রষ্টায় বিশ্বাস করি। যেটা আছে, এটাতেই খুশি।’
সকাল নিউজ/এসএফ

