রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় আজ বুধবারসহ গত তিনদিনে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার ভোর পৌনে চারটার দিকে আশুলিয়ায় আলীফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বিত্তরা। মুহূর্তের মধ্যে বাসটি পুড়ে কয়লা হয়ে যায়। শুধু আশুলিয়াতেই নয়, গাজীপুরেও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় বাস পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে, শ্রীপুরে ভোর চারটা ৫০ মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে থাকা আরেকটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। এর আগে সোমবার সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে বুধবার বেলা ১১টার দিকে পুলিশের একটি পিক-আপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি বিকল হলে মেরামতের সময় এতে আগুন ধরে যায়।
দুপুরে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী পরিবহন’ নামের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, তিনজন ব্যক্তি যাত্রী সেজে বাসে উঠে আগুন ধরিয়ে দেন। নগরীর ধোলাইপাড়েও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পল্টন থানার ডিউটি অফিসার, উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার সকাল সোয়া ৭টার দিকে নগরীর উত্তরায় ইঞ্জিনে ওভার হিটের কারণে একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সার্বিক পরিস্থিতিতে রাজধানী জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার সব শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের ঘটনায়’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামীকাল ১৩ নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করার কথা রয়েছে। দিনটিকে ঘিরে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অপরদিকে, আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার জানিয়েছে, মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু অ্যাভেনিউ, ফকিরাপুল, কাকরাইল, এলিফ্যান্ট রোডসহ নগরীর বিভিন্ন এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ যানবাহনে তল্লাশি ও কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। রাজধানীতে ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে আরো দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানা গেছে।
সকাল নিউজ/এসএফ

