নির্বাচন কমিশনের (ইসি) তফসিলভুক্ত প্রতীকের তালিকায় যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। প্রতীকটি যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এর আগে ‘শাপলা’ প্রতীক নিয়ে ৪ মাস ৯ দিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে টানাপোড়েন চলছিল সংস্থাটির।
এখন এনসিপির ‘চাপে’ তফসিলে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘শাপলা’ আর ‘শাপলা কলি’-র মধ্যে পার্থক্য আছে। এটা ব্যাখ্যার অবকাশ রাখে না।
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘বিরূপ সমালোচনার কারণে কিছু প্রতীক সংযোজন-বিয়োজন করা হয়েছে। যার মাঝে ‘শাপলা কলি’ প্রতীকও রয়েছে।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘শাপলা ও শাপলা কলির মাঝে পার্থক্য আছে। কিছু প্রতীক সম্পর্কে বিরূপ মন্তব্য এসেছে। বিরূপ সমালোচনার কারণে এ প্রতীক করেছি। কিছু প্রতীক নিয়ে কথা শুনেছি। তাই এবার ১৬টি প্রতীক বাদ দিয়ে ১১৯টি প্রতীক রাখা হয়েছে।’
বিদেশি পর্যবেক্ষকদের ভিসা প্রাপ্তির বিষয়ে ইসি সচিব বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের ভিসা প্রাপ্তি যেন সময় ক্ষেপণ না হয় তা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কর্মক্ষেত্রে যারা থাকবেন, তারা যেন ভোট দিতে পারেন সেজন্য ১৬ নভেম্বর অ্যাপ উদ্বোধন করা হবে।’
সকাল নিউজ/এসএফ

