লালমনিরহাটের পাটগ্রামে প্রকাশ্যে এমফিটামিনজাত (স্নায়ুতন্ত্র উদ্দীপক) মাদক সেবনের অভিযোগে ফরহাদ হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ মাস্টারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।
অভিযানের সময় ফরহাদ হোসেনকে প্রকাশ্যে এমফিটামিন জাতীয় মাদক সেবন করতে দেখা যায়। পরে হাতেনাতে আটক করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় জনশান্তি বিনষ্ট ও মাদক সেবনের অপরাধে তাকে দণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে একজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।’
সকাল নিউজ/এসএফ

