হিন্দুধর্মালম্বীদের কালীপূজা ও দীপাবলী পূজাকে ঘিরে লালমনিরহাটের পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর তিনদিন বন্ধ রয়েছে। ভারতের চ্যাংড়াবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা যৌথ সিদ্ধান্ত নিয়ে ২০ অক্টোবর সকাল থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে।
তবে উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধের দিনগুলোতে যাত্রী পারাপার সচল থাকবে- জানিয়েছে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘কালীপুজা উপলক্ষ্যে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আগামী ২৩ অক্টোবর হতে যথারীতি ব্যবসায় কার্যক্রম চালু হবে।’
বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও উভয় দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট এবং ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।’
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান বলেন, ‘উভয় দেশের (বাংলাদেশ-ভারত) আমদানি-রপ্তানিকারকেরা ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রেখেছে। এতে বন্দরের ইয়ার্ডে/ মাঠে কোনো আমদানি পণ্যের গাড়ি আসেনি।’
বুড়িমারী স্থল শুল্ক (কাস্টমস) স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘কালীপুজায় বাংলাদেশের বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা পণ্য আনা-নেওয়া বন্ধ রেখেছে। আমাদের সকল দপ্তর খোলা এবং কার্যক্রম চালু আছে।’
সকাল নিউজ/এসএফ

