গত বছর ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সম্প্রতি মেয়ের জন্মদিন উপলক্ষে ঘরে বানানো কেক কেটে উদ্যাপন করেছেন তিনি। জীবনের এই সময়টা পরিবারের সঙ্গেই বেশি উপভোগ করার চেষ্টা করছেন এ অভিনেত্রী।
তবে এই অনন্দের মধ্যে তার ক্যারিয়ারের জন্য এলো দুঃসংবাদ। নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি’র সিক্যুয়াল থেকে বাদ পড়লেন দীপিকা। এমন খবরে হতাশই হয়েছেন নায়িকার ভক্তরা। ধারণা করা হচ্ছে, শুটিংয়ের সময় দিতে না পারাটাই এর মূল কারণ।
দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কাল্কি ২৮৯৮’। ছবিটির সিক্যুয়ালে তাকে দেখা যাবে কিনা, এ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অনুরাগীরাও অপেক্ষায় ছিলেন তাকে আবার বড়পর্দায় দেখার জন্য। তবে সেই প্রত্যাশায় নিরাশায় ঠেকলো।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এক আনুষ্ঠানিক ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘দীর্ঘ আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত আপনাদের জানাচ্ছি যে ‘কাল্কি ২৮৯৮’ ছবির সিক্যুয়ালে থাকছেন না দীপিকা পাডুকোন। আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে তা সম্ভব হয়ে উঠছে না। এই ছবির সিক্যুয়ালে অভিনয়ের জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। দীপিকার জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভকামনা।’
এর আগে এ কারণেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতেও কাজ করতে পারেননি দীপিকা। তবে সেই সময়েই আলোচনায় আসে তার নতুন ছবি- অ্যাটলির পরিচালনায় আল্লু অর্জুনের সঙ্গে অভিনয়ের খবর।
সকাল নিউজ/এসএফ