নেপালে বিশৃঙ্খলা বন্ধ করতে সতর্কবার্তা দিয়েছে দেশটির সেনাবাহিনী। চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেছেন, ‘আইনশৃঙ্খলা বজায় রাখা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং অতিরিক্ত প্রাণহানি ও সম্পদের ক্ষতি এড়ানো আমাদের সবার দায়িত্ব।’
চলমান সংকটজনক পরিস্থিতির সুযোগে বিক্ষোভকারীরা সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করছে জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে নেপালি সেনাবাহিনীসহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনী জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। চলমান বিক্ষোভে প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই আমি বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বান জানাই।
বর্তমান পরিস্থিতিকে তিনি ‘অস্বস্তিকর’ হিসেবে উল্লেখ করে দ্রুত উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান সেনাপ্রধান।
সকাল নিউজ/এসএফ