ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। তবে এই কেন্দ্রের পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল ৮টায় ইসলামি আন্দোলনের এক এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।একই সঙ্গে সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে খাইরুল আহসান মারজান দাবি করেন, ইউল্যাব কেন্দ্রে (ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ) তার প্যানেলের একজন এজেন্ট বৈধভাবে প্রবেশ করে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে কেন্দ্র থেকে বের করে দেন।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রে কোনো সাংবাদিক প্রবেশ করতে দেননি রিটার্নিং অফিসার। অবশ্য, লিস্টে নাম না থাকায় ওই এজেন্টকে বের করে দেয়া হয় বলে জানা গেছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’-এর এ জিএস প্রার্থীর ভাষ্যমতে, ‘যে ৮ জনের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে ৬ জনই ছাত্রদলের প্যানেলের। আমাদের এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না, অথচ তাদের পরিচয়পত্র ও কার্ড ঠিকঠাক ছিল। কেন আমাদের এজেন্টদের বের করে দেয়া হলো, সেই বিষয়ে কোনো ব্যাখ্যাও দেয়া হয়নি। এটা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও একটি পাতানো নির্বাচনের নমুনা।’
এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং অফিসার শহিদুল জাহিদ বলেন, ‘লিস্টে নাম না থাকায় আমরা এক এজেন্টকে বের করে দিয়েছি। পরে ঢোকানোর জন্য আমরা তাকে খুঁজছি। এখনো পাইনি, পেলে ঢুকতে দেবো। আর কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের প্রবেশ নিষেধ রাখা হয়েছে।’
সকাল নিউজ/এসএফ