উৎসব আমেজে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে সকালের দিকে অধিকাংশ কেন্দ্রে আবাসিক শিক্ষার্থীদের উপচে ভিড় দেখা গেছে। শিক্ষার্থীরা বেশ আগ্রহ নিয়েই ভোট দিচ্ছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্রই। তবে বেলা গড়াতেই অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। সময়ের সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে প্রত্যাশা করছেন প্রার্থীরা।
ভোটার উপস্থিতি বাড়াতে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নিয়মিত ট্রিপের বাইরেও অতিরিক্ত বাস ট্রিপের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। সকাল ১০টার পর থেকেই তারা আসতে শুরু করেছেন।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করছেন। ভোটার উপস্থিতি এবং শিক্ষার্থীরা ভোটদানে কোনপ্রকার সমস্যা হচ্ছে কি না, তো পর্যবেক্ষণ করছেন।
সকাল নিউজ/এসএফ